ভারতীয় ডাক বিভাগে মাধ্যমিক যোগ্যতাই বিপুল শূন্যপদে নিয়োগ।
ইন্ডিয়া পোস্ট বিভাগ গ্রামীণ ডাক সেবক (জিডিএস), শাখা পোস্টমাস্টার (বিপিএম) এবং সহকারী শাখা পোস্টমাস্টার পদের জন্য সরাসরি নিয়োগ শুরু করেছে। ইচ্ছুক আবেদনকারীরা 15 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 44228
শিক্ষাগত যোগ্যতা:
একজন প্রার্থীর যেকোনো বিষয়ে নূন্যতম দশম শ্রেণি পাস হতে হবে।
বয়স সীমা :
সাধারণ বিভাগের জন্য বয়স সীমা 18 থেকে 40 বছর। ওবিসিদের জন্য তিন বছর পর্যন্ত, যেখানে এসসি/এসটি বিভাগের জন্য পাঁচ বছর।
আবেদন ফি:
সাধারণ, EWS এবং OBC প্রার্থীদের জন্য গ্রামীণ ডাক সেবক ফর্ম 2024 আবেদনের ফি হল 100 টাকা। SC/ST, এবং শারীরিকভাবে প্রতিবন্ধী বিভাগের প্রার্থীদের জন্য কোন ফি নেই।
প্রয়োজনীয় নথি:
আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ফটো
সিগনেচার
আধার কার্ড
ব্যাঙ্ক পাসবুক
মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
মাধ্যমিকের অ্যাডমিট
কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)
আবেদনের জন্য যোগাযোগ :
MUNSHI E SERVICES ( CSC & CSP)
মিরেপোতা, বামুনপুকুর ঢাল
🤙 - 9832636869
শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও
Comments
Post a Comment