উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ভারতীয় রেলে টিকিট ক্লার্ক নিয়োগ।
উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে NTPC (Under Graduate) পরীক্ষার মাধ্যমে টিকিট ক্লার্ক পদে আবেদন করার সুবর্ণ সুযোগ দিচ্ছে ভারতীয় রেল। প্রায় ৩ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ।
Employment No.- CEN 06/2024 (অফিসিয়াল নোটিফিকেশন ভালো ভাবে পড়ে নেবেন)
পদের নাম- কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক।
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ (অন্তত ৫০ শতাংশ নম্বর)
বেতন- প্রতিমাসে ২১,৭০০ টাকা।
মোট শূন্যপদ- ২০২২ টি।
পদের নাম- একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট।
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ (অন্তত ৫০ শতাংশ নম্বর) + কম্পিউটারে ইংরেজি অথবা হিন্দিতে টাইপিং এর দক্ষতা।
বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
মোট শূন্যপদ- ৩৬১ টি।
পদের নাম- জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট।
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ (অন্তত ৫০ শতাংশ নম্বর) + কম্পিউটারে ইংরেজি অথবা হিন্দিতে টাইপিং এর দক্ষতা।
বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
মোট শূন্যপদ- ৯৯০ টি।
পদের নাম- ট্রেন ক্লার্ক।
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ (অন্তত ৫০ শতাংশ নম্বর)
বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
মোট শূন্যপদ- ৭২ টি।
বয়সসীমা - এইসব পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রার্থীরা (SC/ ST/ OBC/ EXSM/ PWD) সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।
আবেদন ফি- আবেদন করার জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা করতে হবে। প্রতিবন্ধী প্রার্থী/ মহিলা প্রার্থী/ তপশীলি জাতি/ তপশীলি উপজাতি/ সংখ্যালঘু শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২৫০ টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়া যাবে ২২ অক্টোবর, ২০২৪ পর্যন্ত।
আবেদনের জন্য যোগাযোগ করুন
মুন্সী ই সার্ভিসেস ( CSC)
মিরাপোতা, বামুনপুকুর ঢাল
📞 - 9832636869
Comments
Post a Comment