ফল প্রকাশের ৪০ দিন পর, কলেজে ভর্তির পোর্টাল খুলছে ১৭ তারিখে

 


        উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে ৭ই মে, ২০২৫ অথচ কলেজে ভর্তি সংক্রান্ত কোনো নোটিফিকেশন না পাওয়ায় হাজারো প্রশ্ন এবং চিন্তাভাবনা কাজ করছিল ছাত্র-ছাত্রীর সহ অভিভাবকদের মাথায়। এবারে সব চিন্তার অবসান ঘটিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে ঘোষণা করে দেওয়া হলো কলেজ ভর্তির অনলাইন পোর্টাল খোলার তারিখ। শিক্ষা মন্ত্রী এর আগেই জানিয়েছিলেন, গত বছরে উনিশে জুন খোলা হয়েছিল অনলাইন পোর্টাল। এই বছর তার আগেই ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবেন। সেই কথা অনুসারে আগামী ১৭ই জুন দুপুর বেলা কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু করে দেওয়া হবে।  আগামী ১৭ই জুন দুপুর দুটোর সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু করা হবে। এই বছর কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্রছাত্রীদের অ্যাডমিশন নেওয়া হবে। 



প্রসঙ্গত, মোট ১৭ টি বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪৬০ টি কলেজে এই একটি অভিন্ন পোর্টালের মাধ্যমেই অনলাইনে আবেদন করতে পারবে ছাত্রছাত্রীরা।  অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল ছাত্র-ছাত্রীরা।



অনলাইনে আবেদনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় নথি সঙ্গে রাখবে তা হল-


১. উচ্চ মাধ্যমিক পরীক্ষার অরিজিনাল মার্কশিট 

২. উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট

৩. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্মের সার্টিফিকেট

৪. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

৫. আধার কার্ড

৬. মোবাইল নম্বর ও ইমেইল আইডি

৭. আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি ও স্বাক্ষর 

৮. বাংলার শিক্ষা আইডি (যদি থাকে)




পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে ভর্তির জন্য যোগাযোগ করো :-

MUNSHI E SERVICES & EDUCATION 


Call/ WhatsApp - 9832636869 📞


কলেজে ভর্তি থেকে শুরু করে, ভর্তি পরবর্তী সমস্ত প্রক্রিয়া যেমন অ্যাডমিশন, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন, এক্সাম ফিজ পেমেন্ট, সেমস্টার অ্যাডমিশন রিলেটেড ইনফর্মেশন ও সঠিক গাইড পেতে পেজ টা ফলো করো, ও ডেডিকেটেড গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপে জয়েন হওয়ার জন্য নিজের নাম ও কলেজের নাম লিখে WhatsApp করো 9832636869 নম্বরে। 


(গত বছরের ছাত্র ছাত্রীরা ২০২৫ এর গ্রুপে জয়েন হওয়ার রিকোয়েস্ট করবে না।)

Comments

Popular

চাষি ভাইদের জন্য সুবর্ণ সুযোগ!

উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ভারতীয় রেলে টিকিট ক্লার্ক নিয়োগ।