চাষি ভাইদের জন্য সুবর্ণ সুযোগ!
চাষী ভাইদের জন্য আবারও সুখবর শোনালো পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর। 2024-25 মরশুমে প্রতি বছরের মতো এবছরও শুরু হতে চলেছে ভর্তুকি যুক্ত কৃষিজ যন্ত্রপাতি কেনার জন্য অনলাইন আবেদন। সর্বোচ্চ 80% পর্যন্ত ভর্তুকিতে পাওয়া যাবে ট্রাক্টর।
এছাড়াও কৃষিজ যন্ত্রপাতি যেমন থ্রেসার মেশিন, ট্রাক্টরের ট্রলি, রোটাভেটর, ডিজেল চালিত পাম্প, স্প্রেয়ার , পাওয়ার টিলার, সোলার পাম্প সেট, অটোমেটিক পটেটো প্ল্যানটার ইত্যাদি মেশিনারি যন্ত্রপাতি কিনতে এই ভর্তুকি পাওয়া যাবে।
আবেদনের জন্য প্রয়োজন :
আধার কার্ড
ভোটার কার্ড
ব্যাংক পাসবুক
পাসপোর্ট সাইজ ফটো
কে বি ( KB) আইডি
ব্লু বুক ( থ্রেসার মেশিনের জন্য)
জমির পর্চা
কোটেশন ( ট্রাক্টরের জন্য)
আবেদন শুরু হচ্ছে 20/08/2024 সকাল 10:30 থেকে এবং আবেদন চলবে 09/09/2024 বিকাল 5 টা পর্যন্ত।
আবেদনের জন্য যোগাযোগ করুন -মুন্সী ই সার্ভিসেস ( CSC & CSP), মিরেপোতা, বামুনপুকুর ঢাল🤙 - 9832636869
Comments
Post a Comment