প্রতীক্ষার অবসান! শুরু হতে চলেছে কলেজে ভর্তির আবেদন। কবে থেকে শুরু! জানিয়ে দিল উচ্চ শিক্ষা পর্ষদ
![]() |
ছবি সৌজন্যে ঃ ইন্টারনেট |
প্রতীক্ষার অবসান! প্রতি বছরের মতো এবারও শুরু হতে চলেছে কলেজে ভর্তির আবেদন। তবে এবছর থেকে পাল্টে গেল কিছু নিয়ম। শিক্ষার্থীদের প্রতিটি কলেজের ওয়েবসাইটে ঢুঁ মারার দিন শেষ! শুরু হয়ে গেলো অভিন্ন পোর্টাল ( সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল) থেকে আবেদনের প্রক্রিয়া।
কি এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল? কি ভাবেই বা কাজ করবে এই পোর্টাল?
এই অভিন্ন পোর্টাল ডিজাইন করা হয়েছে ভর্তি প্রক্রিয়া আরো সহজ, দ্রুত এবং সচ্ছ করতে। যেখানে একটা সিঙ্গেল উইন্ডো থেকেই সমস্ত কলেজে আবেদন করা যাবে। একটা পোর্টালেই গোটা রাজ্যজুড়ে ভর্তির আবেদন করা যাবে। অর্থাৎ, কলেজে কলেজে গিয়ে ফর্ম তোলা, ছাত্র সংসদের পাল্লায় পড়া বা বিভিন্ন রকমের যেসব অভিযোগ আসে, সেইসব অভিযোগ ওড়ানোর কৌশল অভিন্ন পোর্টাল। গোটা রাজ্যের যে কোনও জায়গা থেকে যে কোনও ছাত্র-ছাত্রী অনলাইনে আবেদন করতে পারবে।
![]() |
ছবি সৌজন্যে ঃ ইন্টারনেট |
একজন ছাত্র বা ছাত্রী 20 টিরও বেশি জায়গায় আবেদন করতে পারবেন। প্রতিটা কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করার আর কোনো প্রয়োজন নেই। এই পোর্টালের মাধ্যমে তোমরা রাজ্যের 461 টি সরকারি ও সরকারি সাহায্য-প্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এই পোর্টালে মোট 7271 টি কোর্স থাকছে, তোমরা তোমাদের পছন্দ মতো কোর্সে আবেদন করতে পারো। কলেজ প্রশাসন বা কলেজ কর্তৃপক্ষের ভর্তি সংক্রান্ত বিষয়ে কোনও প্রত্যক্ষ যোগাযোগ থাকছে না। একটা অভিন্ন পোর্টালের মাধ্যমে তোমরা সরাসরি ভর্তি হতে পারবে।
![]() |
ছবি সৌজন্যে ঃ ফেসবুক |
![]() |
ছবি সৌজন্যে ঃ ইন্টারনেট |
![]() |
ছবি সৌজন্যে ঃ ইন্টারনেট |
🙏 শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও
Comments
Post a Comment