চাষী ভাইদের জন্য আবারও সুখবর



চাষী ভাইদের জন্য আবারও সুখবর শোনালো পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর। যে সমস্ত চাষীভাই ২০২৩-২৪ মরশুমে ভর্তুকি যুক্ত কৃষিজ যন্ত্রপাতি কেনার জন্য আবেদনের সুযোগ পাননি, তাঁদের আবারও দ্বিতীয় ফেজে আবেদনের সুযোগ করে দিল কৃষি দপ্তর। 
কৃষিজ যন্ত্রপাতি যেমন থ্রেসার মেশিন, রোটাভেটর, ডিজেল চালিত পাম্প, স্প্রেয়ার , পাওয়ার টিলার ইত্যাদি মেশিনারি যন্ত্রপাতি কিনতে এই ভর্তুকি পাওয়া যাবে। 
আবেদন শুরু হচ্ছে ০৫/০১/২০২৪ থেকে। 
আবেদনের জন্য প্রয়োজন :
আধার কার্ড
ভোটার কার্ড
ব্যাংক পাসবুক
পাসপোর্ট সাইজ ফটো
কে বি ( KB) আইডি
ব্লু বুক ( থ্রেসার মেশিনের জন্য)
জমির পর্চা
আবেদন চলবে ২১/০১/২০২৪ পর্যন্ত।




Comments

Popular

ফল প্রকাশের ৪০ দিন পর, কলেজে ভর্তির পোর্টাল খুলছে ১৭ তারিখে

চাষি ভাইদের জন্য সুবর্ণ সুযোগ!

উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ভারতীয় রেলে টিকিট ক্লার্ক নিয়োগ।