Posts

Showing posts from September, 2024

স্নাতক পাস চাকরিপ্রার্থী দের খুশির খবর! ভারতীয় রেলে বিরাট নিয়োগ ! RRB NTPC 2024

Image
  অনেক অপেক্ষার পর চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর শোনালো ভারতীয় রেল!  NTPC (গ্রাজুয়েট লেভেল) পরীক্ষার মাধ্যমে স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার, ট্রেন ম্যানেজার (গুডস গার্ড) ও টাইপিস্ট ক্লার্ক সহ একাধিক পদে নিয়োগ করবে ভারতীয় রেল।  নোটিফিকেশনটি পড়তে এখানে ক্লিক করুন মোট শূন্যপদ - 8113 টি শিক্ষাগত যোগ্যতা - যে কোনো শাখায় স্নাতক এবং শুধুমাত্র টাইপিস্ট পদের জন্য কম্পিউটারে হিন্দি ও ইংরেজি টাইপিং জানতে হবে।  আবেদন ফি - অনালাইনে আবেদনের জন্য জেনারেল ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি লাগবে 500 টাকা ( প্রথম স্তর অর্থাৎ সিবিটি -1 এক্সামে অংশগ্রহণ করলে 400 টাকা ফেরত পাওয়া যাবে) প্রতিবন্ধী প্রার্থী, মহিলা, তফশীলি জাতি, তপশীলি উপজাতি ও সংখ্যালঘু শ্রেণীভুক্ত আবেদনকারীদের ফী বাবদ দিতে হবে 250 টাকা, যেটা CBT -1 পরীক্ষার পরে ফেরত পাওয়া যাবে।  আবেদনের শেষ তারিখ - 13/10/2024 আবেদনের জন্য যোগাযোগ করুন  মুন্সী ই সার্ভিসেস মিরেপোতা, বুজরুকদীঘি  📞 9832636869

উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ভারতীয় রেলে টিকিট ক্লার্ক নিয়োগ।

Image
উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে NTPC (Under Graduate) পরীক্ষার মাধ্যমে টিকিট ক্লার্ক পদে আবেদন করার সুবর্ণ সুযোগ দিচ্ছে ভারতীয় রেল। প্রায় ৩ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ।  Employment No.- CEN 06/2024 (অফিসিয়াল নোটিফিকেশন ভালো ভাবে পড়ে নেবেন) নোটিফিকেশনটি পড়তে এখানে ক্লিক করুন পদের নাম- কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ (অন্তত ৫০ শতাংশ নম্বর) বেতন- প্রতিমাসে ২১,৭০০ টাকা। মোট শূন্যপদ- ২০২২ টি। পদের নাম- একাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ (অন্তত ৫০ শতাংশ নম্বর) + কম্পিউটারে ইংরেজি অথবা হিন্দিতে টাইপিং এর দক্ষতা। বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা। মোট শূন্যপদ- ৩৬১ টি। পদের নাম- জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ (অন্তত ৫০ শতাংশ নম্বর) + কম্পিউটারে ইংরেজি অথবা হিন্দিতে টাইপিং এর দক্ষতা। বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা। মোট শূন্যপদ- ৯৯০ টি। পদের নাম- ট্রেন ক্লার্ক। যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ (অন্তত ৫০ শতাংশ নম্বর) বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা। মোট শূন্যপদ- ৭২ টি। বয়সসীমা - এইসব পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয...