স্নাতক পাস চাকরিপ্রার্থী দের খুশির খবর! ভারতীয় রেলে বিরাট নিয়োগ ! RRB NTPC 2024
অনেক অপেক্ষার পর চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর শোনালো ভারতীয় রেল! NTPC (গ্রাজুয়েট লেভেল) পরীক্ষার মাধ্যমে স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার, ট্রেন ম্যানেজার (গুডস গার্ড) ও টাইপিস্ট ক্লার্ক সহ একাধিক পদে নিয়োগ করবে ভারতীয় রেল।
নোটিফিকেশনটি পড়তে এখানে ক্লিক করুন
মোট শূন্যপদ - 8113 টি
শিক্ষাগত যোগ্যতা - যে কোনো শাখায় স্নাতক এবং শুধুমাত্র টাইপিস্ট পদের জন্য কম্পিউটারে হিন্দি ও ইংরেজি টাইপিং জানতে হবে।
আবেদন ফি - অনালাইনে আবেদনের জন্য জেনারেল ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি লাগবে 500 টাকা ( প্রথম স্তর অর্থাৎ সিবিটি -1 এক্সামে অংশগ্রহণ করলে 400 টাকা ফেরত পাওয়া যাবে)
প্রতিবন্ধী প্রার্থী, মহিলা, তফশীলি জাতি, তপশীলি উপজাতি ও সংখ্যালঘু শ্রেণীভুক্ত আবেদনকারীদের ফী বাবদ দিতে হবে 250 টাকা, যেটা CBT -1 পরীক্ষার পরে ফেরত পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ - 13/10/2024
📞 9832636869
Comments
Post a Comment