Posts

Showing posts from December, 2023

কানাড়া ব্যাঙ্ক পাসবুক আপডেট

Image
       কানাড়া ব্যাঙ্কের সমস্ত গ্রাহক বৃন্দের কাছে আবেদন আপনারা টাকা তোলার সময় আপনার পাসবুক টি অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন এবং বিনামূল্যে আপনার পাসবুক টি আপডেট করিয়ে নেবেন। 

চাষী ভাইদের জন্য আবারও সুখবর

Image
চাষী ভাইদের জন্য আবারও সুখবর শোনালো পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর। যে সমস্ত চাষীভাই ২০২৩-২৪ মরশুমে ভর্তুকি যুক্ত কৃষিজ যন্ত্রপাতি কেনার জন্য আবেদনের সুযোগ পাননি, তাঁদের আবারও দ্বিতীয় ফেজে আবেদনের সুযোগ করে দিল কৃষি দপ্তর।  কৃষিজ যন্ত্রপাতি যেমন থ্রেসার মেশিন, রোটাভেটর, ডিজেল চালিত পাম্প, স্প্রেয়ার , পাওয়ার টিলার ইত্যাদি মেশিনারি যন্ত্রপাতি কিনতে এই ভর্তুকি পাওয়া যাবে।  আবেদন শুরু হচ্ছে ০৫/০১/২০২৪ থেকে।  আবেদনের জন্য প্রয়োজন : আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক পাসবুক পাসপোর্ট সাইজ ফটো কে বি ( KB) আইডি ব্লু বুক ( থ্রেসার মেশিনের জন্য) জমির পর্চা আবেদন চলবে ২১/০১/২০২৪ পর্যন্ত।

HDFC স্কলারশিপ এখন সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য

Image
সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য আবারও শুরু হয়েছে HDFC স্কলারশিপ। প্রথম শ্রেণি থেকে শুরু করে স্নাতকোত্তর পাঠরত সমস্ত ছাত্রছাত্রীরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। তবে এক্ষেত্রে পুর্ববর্তী ক্লাসে ৫৫ শতাংশ নম্বর থাকা জরুরি। আবেদনের শেষ তারিখ ৩১/১২/২০২৩ ।  আবেদনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টস গুলো প্রয়োজন..

LPG e-kyc

Image
 LPG গ্যাস কানেকশনের ভর্তুকি বজায় রাখতে ekyc বাধ্যতামূলক। গ্রাহকবৃন্দের কাছে অনুরোধ আপনারা শীঘ্রই আপনার গ্যাস কানেকশনের জন্য Ekyc সম্পন্ন করুন।  Ekyc করার জন্য প্রয়োজন এলপিজি আইডি, কনজিউমার নম্বর, আধার কার্ড ও রেজিস্টার্ড মোবাইল।