কানাড়া ব্যাঙ্কের সমস্ত গ্রাহক বৃন্দের কাছে আবেদন আপনারা টাকা তোলার সময় আপনার পাসবুক টি অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন এবং বিনামূল্যে আপনার পাসবুক টি আপডেট করিয়ে নেবেন।
উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে ৭ই মে, ২০২৫ অথচ কলেজে ভর্তি সংক্রান্ত কোনো নোটিফিকেশন না পাওয়ায় হাজারো প্রশ্ন এবং চিন্তাভাবনা কাজ করছিল ছাত্র-ছাত্রীর সহ অভিভাবকদের মাথায়। এবারে সব চিন্তার অবসান ঘটিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে ঘোষণা করে দেওয়া হলো কলেজ ভর্তির অনলাইন পোর্টাল খোলার তারিখ। শিক্ষা মন্ত্রী এর আগেই জানিয়েছিলেন, গত বছরে উনিশে জুন খোলা হয়েছিল অনলাইন পোর্টাল। এই বছর তার আগেই ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবেন। সেই কথা অনুসারে আগামী ১৭ই জুন দুপুর বেলা কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু করে দেওয়া হবে। আগামী ১৭ই জুন দুপুর দুটোর সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু করা হবে। এই বছর কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্রছাত্রীদের অ্যাডমিশন নেওয়া হবে। প্রসঙ্গত, মোট ১৭ টি বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪৬০ টি কলেজে এই একটি অভিন্ন পোর্টালের মাধ্যমেই অনলাইনে আবেদন করতে পারবে ছাত্রছাত্রীরা। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল ছাত্র-ছাত্রীরা। অনলাইনে আবেদনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় নথি সঙ্গে রাখবে...
চাষী ভাইদের জন্য আবারও সুখবর শোনালো পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর। 2024-25 মরশুমে প্রতি বছরের মতো এবছরও শুরু হতে চলেছে ভর্তুকি যুক্ত কৃষিজ যন্ত্রপাতি কেনার জন্য অনলাইন আবেদন। সর্বোচ্চ 80% পর্যন্ত ভর্তুকিতে পাওয়া যাবে ট্রাক্টর। এছাড়াও কৃষিজ যন্ত্রপাতি যেমন থ্রেসার মেশিন, ট্রাক্টরের ট্রলি, রোটাভেটর, ডিজেল চালিত পাম্প, স্প্রেয়ার , পাওয়ার টিলার, সোলার পাম্প সেট, অটোমেটিক পটেটো প্ল্যানটার ইত্যাদি মেশিনারি যন্ত্রপাতি কিনতে এই ভর্তুকি পাওয়া যাবে। আবেদনের জন্য প্রয়োজন : আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক পাসবুক পাসপোর্ট সাইজ ফটো কে বি ( KB) আইডি ব্লু বুক ( থ্রেসার মেশিনের জন্য) জমির পর্চা কোটেশন ( ট্রাক্টরের জন্য) আবেদন শুরু হচ্ছে 20/08/2024 সকাল 10:30 থেকে এবং আবেদন চলবে 09/09/2024 বিকাল 5 টা পর্যন্ত। আবেদনের জন্য যোগাযোগ করুন - মুন্সী ই সার্ভিসেস ( CSC & CSP), মিরেপোতা, বামুনপুকুর ঢাল 🤙 - 9832636869
Comments
Post a Comment