ফল প্রকাশের ৪০ দিন পর, কলেজে ভর্তির পোর্টাল খুলছে ১৭ তারিখে

উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে ৭ই মে, ২০২৫ অথচ কলেজে ভর্তি সংক্রান্ত কোনো নোটিফিকেশন না পাওয়ায় হাজারো প্রশ্ন এবং চিন্তাভাবনা কাজ করছিল ছাত্র-ছাত্রীর সহ অভিভাবকদের মাথায়। এবারে সব চিন্তার অবসান ঘটিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে ঘোষণা করে দেওয়া হলো কলেজ ভর্তির অনলাইন পোর্টাল খোলার তারিখ। শিক্ষা মন্ত্রী এর আগেই জানিয়েছিলেন, গত বছরে উনিশে জুন খোলা হয়েছিল অনলাইন পোর্টাল। এই বছর তার আগেই ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবেন। সেই কথা অনুসারে আগামী ১৭ই জুন দুপুর বেলা কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু করে দেওয়া হবে। আগামী ১৭ই জুন দুপুর দুটোর সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু করা হবে। এই বছর কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্রছাত্রীদের অ্যাডমিশন নেওয়া হবে। প্রসঙ্গত, মোট ১৭ টি বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪৬০ টি কলেজে এই একটি অভিন্ন পোর্টালের মাধ্যমেই অনলাইনে আবেদন করতে পারবে ছাত্রছাত্রীরা। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল ছাত্র-ছাত্রীরা। অনলাইনে আবেদনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় নথি সঙ্গে রাখবে...